Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শপথ নিলেন ১২ ইউপির চেয়ারম্যান

দাউদকান্দি প্রতিনিধি

শপথ নিলেন ১২ ইউপির চেয়ারম্যান

দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অতিথি হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ করা চেয়ারম্যানরা হলেন এস এম মনিরুল ইসলাম সরকার, আসলাম মিয়াজি, মান্নান প্রধান, মোস্তাক আহমেদ, দুলাল আহমেদ, লোকমান হোসেন, আলমগীর হোসেন মোল্লা, শাহজাহান ভূঁইয়া, হুমায়ূন কবির ভূঁইয়া, জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নোমান মিয়া ও মোহাম্মদ কামরুজ্জামান।

গত ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ করা হয়।

শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান মনির হোসেন ও আসলাম মিয়াজি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খানের পরিশ্রমের ফলে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। আমরা তাঁদের জন্য দোয়া করি। আর আজ যে গুরুদায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করলাম তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশা আল্লাহ।

অন্যান চেয়ারম্যানেরাও সৎভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে এলাকাবাসী ও স্থানীয় নেতাদের সহায়তা কামনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের সরকারি বিধিবিধান মেনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ