Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদেশিদের নিরাপত্তা দিতে তালিকা হচ্ছে

আমানুর রহমান রনি, ঢাকা

বিদেশিদের নিরাপত্তা দিতে তালিকা হচ্ছে

 

দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এমন প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে নিজেদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ঢাকার কূটনৈতিক এলাকা, বিভিন্ন গির্জা, মিশনারি ও বিদেশি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় অবস্থানরত বিদেশিদের তালিকা করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ডিএমপির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশের পর রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কূটনীতিকদের বাসাবাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কূটনীতিকদের চলাচলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু গোয়েন্দা তথ্য দিয়েছে, তা নিয়ে পুলিশের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়েছে। কূটনীতিকেরা যাতে নিরাপদ বোধ করেন, সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রাজধানীর কূটনৈতিকপাড়ার নিরাপত্তা জোরদার করতে থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির ডিপ্লোমেটিক বিভাগের পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কাজ করছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশে যত দূতাবাস ও রাষ্ট্রদূত আছেন, তাঁদের নিরাপত্তায় আমাদের আলাদা একটি বিভাগ আছে। রাষ্ট্রদূতদের বাসা ও অফিসে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকে। তাঁদের চলাচলের সময় সামনে-পেছনে ফোর্স থাকে। আমাদের ইউনিফর্ম পুলিশের বাইরেও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ থাকে। রাষ্ট্রদূতদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, ঘাটতিও নেই।’

জেলায় জেলায় বিদেশি নাগরিকদের তালিকা ২০১৬ ও ২০১৭ সালের মতো জঙ্গিরা বিদেশি নাগরিকদের টার্গেট করেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমা নাগরিকদের ওপর হামলার আশঙ্কা বেশি। আল-কায়েদার অনুসারী ও দেশীয় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ফের বিদেশি নাগরিক ও মিশনারি টার্গেট করে হামলা করতে পারে বলে একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা সিলেটের পাহাড়ি এলাকা এবং কিশোরগঞ্জের আশপাশে একটি খ্রিষ্টান মিশনারি স্থাপনায় হামলা করার সম্ভাব্য হুমকি রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের পর পুলিশ সদর দপ্তর বিদেশিদের তালিকা করে পুলিশ সুপারদের (এসপি) নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। ১৯ ডিসেম্বর এ বিষয়ে পুলিশ সদর দপ্তর সকল জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে সতর্ক করেছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যেসব বিদেশি মিশনারি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, তাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মিশনারির আশপাশে সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিদেশি মিশনারিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাচলের পথে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা চা বাগান, বিদেশি নাগরিক ও পাহাড়কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। পুলিশ সদর দপ্তর যেসব নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গোয়েন্দা প্রতিবেদনের পর প্রতিটি জেলার বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, গির্জা, মন্দিরের নিরাপত্তা বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। হামলা হতে পারে এমন সকল জায়গা ও স্থাপনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী পুলিশ কাজ করছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ