ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে পুলিশ ফাঁড়ির জন্য জমি হস্তান্তর করেছেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। এ উপলক্ষে গতকাল দুপুরে কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. ইমরান খানের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সদর (সার্কেল) মোজাম্মেল হক রেজা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী ও আনোয়ার মাষ্টার প্রমূখ।সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।