Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জীবিত অথবা মৃত ছেলেকে চান মা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

জীবিত অথবা মৃত   ছেলেকে চান মা

ছেলেকে ফিরে পেতে আদালত পাড়ায় ঘুরছেন অসহায় মোসা. হাসিনা নামের এক মা। থানা-পুলিশ থেকে আদালত, সবখানেই ছেলের সন্ধানে চেয়ে ঘুরছেন তিনি। গত শনিবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে প্রশাসনের কাছে ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন মোসা. হাসিনা। তিনি জীবিত অথবা মৃত ছেলেকে চান। তিনি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বকরপুর ইউনিয়নের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সকালে আমার ছেলে রিয়াদুল হক টিটুকে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (তখন চরফ্যাশন পৌরসভার ভোট চলছিল) গিয়াস উদ্দিনের শালা এনজেল ও তাঁর বন্ধু রনি, জাবেদ, শামিম ও আরিফ নির্বাচনের প্রচারে ডেকে নেন। ওই দিন বিকেলে টিটু বাড়িতে না আসলে আমার বড় ছেলে ও স্বামী রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার পর গিয়াস উদ্দিনের কাছে মোবাইলে ছেলের কথা জানতে চাইলে তিনি বলেন আপনার ছেলে আমার বাসায় আছে। এরপর এনজেলের কাছে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকে রিয়াদুল হক টিটু নিখোঁজ রয়েছে।’ গত ১৭ ফেব্রুয়ারি থানায় জিডি করা হয়েছে।

টিটুর মা হাসিনা বলেন, ‘দীর্ঘ ৭ মাস পার হলেও ছেলের কোনো খবর পাচ্ছি না। এখন আমি আমার ছেলেকে জীবিত না হোক মৃত হলেও লাশটা দেখতে চাই। আমি প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার।’

ওসি মোরাদ হোসেন বলেন, ‘আমরা অনেক চেষ্টার পরেও নিখোঁজ টিটুকে উদ্ধার করতে পারিনি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ