খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কাছে সেবা নিতে আসা জনসাধারণকে হাসিমুখে সেবা দিন।’ গতকাল সোমবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন।
যশোরের জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছু রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার, কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।