Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যুক্তরাষ্ট্রে থিসিস প্রতিযোগিতায় প্রথম খুবির সুমাইয়া

খুবি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে থিসিস প্রতিযোগিতায় প্রথম খুবির সুমাইয়া

যুক্তরাষ্ট্রের অউবার্ন বিশ্ববিদ্যালয়ে থ্রি মিনিট থিসিস (থ্রিএমটি) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া রহমান। একই সঙ্গে দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। ওই প্রতিযোগিতায় তিনি তার থিসিসের বিষয়-‘সাস্টেইনেবল ফুড প্যাকেজিং ফর ফিউচার ওয়ার্ল্ড’-উপস্থাপন করেন।

থ্রিএমটি হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের ৩ মিনিটের মধ্যে তার গবেষণার বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষও বুঝতে পারে।

জানা গেছে, সুমাইয়া রহমান খুবির ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ফরেস্ট্রি এন্ড ওয়াইল্ড লাইফ সাইন্সেস-বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্স, ইনোভেশন এন্ড কমার্স-এ কর্মরত আছেন।

আরও জানা গেছে, ১২০ জন প্রতিযোগী নিয়ে ১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপরে ১১ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জন ফাইনালিস্টকে হারিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া। সামনে প্রদেশ ভিত্তিক থ্রিএমটি প্রতিযোগিতায় তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

এ বিষয়ে সুমাইয়া রহমান বলেন, প্রথম হয়ে সত্যিই আমি আনন্দিত। আগামী দিনেও আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার চেষ্টা করব। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, পড়াশোনার সঙ্গেই থাকতে চাই; অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণায় অবদান রাখতে চাই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ