বান্দরবানে থানচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) ও জেলা পরিষদের মেগা প্রকল্পের পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম। গতকাল বুধবার সকাল ১০টা তিনি এ সব প্রকল্প পরিদর্শনে আসেন।
সিএইচটিডিবি অর্থায়নে উপজেলা বলিপাড়া ইউনিয়নে সাঙ্গু নদীর ওপর নির্মাণাধীন সেতু, থানচি সদর রেস্ট হাউস; পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র রাজা পাথর এলাকা পরিদর্শন করেন সচিব।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার আহম্মেদ, সিএইচটিডিবি প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।