মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে অনিক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদীঘি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অনিক (১৯) উপজেলা সদরের বাসিন্দা। তিনি গ্যাস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে র্যাব জানিয়েছে।
কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার সন্ধ্যায় অনিক ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অনিক পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই সঙ্গে র্যাব অফিসেও লিখিত অভিযোগ দেন। পরে র্যাব অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে।
এদিকে অনিক বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করতে থাকেন। একপর্যায়ে খালার বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।