ফেনীর সোনাগাজীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক সদস্য প্রার্থীর চাষের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঙ্গলকান্দি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের (আকিলপুর) সদস্য প্রার্থী আরিফুজ্জামান আরিফ এই অভিযোগ করেন।
আরিফুজ্জামান আরিফ বলেন, গত ১০ ও ১১ নভেম্বর দুই দিন তিনি এলাকার বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা রাতে আকিলপুর লেদন মেম্বারের বাড়ির পাশের চাষের পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। যার মূল্য দুই লক্ষাধিক টাকা।
আরিফ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলকে তিনি বিষয়টি অবগত করেছেন। তা ছাড়া পরবর্তী আইনি ব্যবস্থারও প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ বিষয়টি আমাকে জানিয়েছে। তবে নির্বাচনকেন্দ্রিক কোনো প্রার্থী এসব করবে না, করতে পারে না বলে আমি বিশ্বাস করি। এ রকম প্রার্থী আমার ইউনিয়নে নেই।’