বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল হক সরকার, আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজা মন্ডল, সাধারণ সম্পাদক আবু বারেক পিয়েল, সাবেক সহসভাপতি মাজেদুল ইসলাম বকুলসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।