‘আজই নবান্ন উৎসবে কৃষকের আনন্দ অবিরাম রবে’—এ স্লোগানে নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার কোম্পানীগঞ্জে নবান্ন উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের এনামেরটেক এলাকায় ধান কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আইউব মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বেলাল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
বক্তারা বলেন, ‘নবান্ন উৎসব আমাদের গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যে লালিত প্রাণের উৎসব। ধান কাটা উপলক্ষে এ সময় গ্রামীণ সমাজে সবার মনে আনন্দের ঢেউ আসে। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে আন্তরিক। কৃষি বিভাগের প্রদত্ত প্রণোদনা যেন কৃষকেরা যথাযথভাবে পায় এ বিষয়ে সজাগ থাতকে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।