Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অবৈধ গ্যাস-সংযোগ রমরমা বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ গ্যাস-সংযোগ রমরমা বাণিজ্য

মোহাম্মদপুরের নবীনগর হাউজিং। দীর্ঘদিন ধরে এখানকার প্রায় এক হাজার বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ চলে আসছিল। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে তিতাসের অভিযানে সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুই মাস না পেরোতেই রাতের আঁধারে গত ৫ ফেব্রুয়ারি আবার গ্যাসের সংযোগ দেওয়া হয়। এক মাস পর গতকাল মঙ্গলবার ফের অভিযান দিয়ে বিচ্ছিন্ন করা হয় গ্যাস-সংযোগ।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, হাউজিং মালিক সমিতি ও তিতাস কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ লাইন চলছে। একবার লাইন বিচ্ছিন্ন করে আবার টাকার বিনিময়ে সংযোগ দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে সংযোগ দেওয়ার কথা বলে প্রতিটি বাড়ি থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। এই হাউজিংয়ে ৯০০ বাড়ি আছে। সে হিসাবে আবারও অবৈধ সংযোগ নিতে ৪০ থেকে ৪৫ লাখ টাকার লেনদেন হবে।

গতকাল সরেজমিন দেখা যায়, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করছেন, আর স্থানীয় ব্যক্তিরা করছেন বিক্ষোভ।

নবীনগরের একটি বাড়ির তত্ত্বাবধায়ক নুর আলম বলেন, বাড়ির মালিক ও ম্যানেজারের কাছ থেকে টাকা উঠিয়েছিলেন নবীনগর হাউজিং মালিক সমিতির সভাপতি তাজবীর হোসেন তাজু। নবীনগর ৬ নম্বর রোডে তাজুর বাড়িতেও অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। বাড়িপ্রতি মাসে আগে ৫০০ টাকা নেওয়া হতো। সম্প্রতি এক হাজার টাকা করে নিচ্ছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো টাকা নিইনি। তিতাসের সংযোগ অবৈধ। এমন সংযোগের জন্য কারও কাছ থেকে টাকা নিইনি আমি। তিতাসের গ্যাস, তিতাসই সংযোগ দেয়। আবার তারাই বিচ্ছিন্ন করে।’

তিতাসের সহযোগিতা ছাড়া টাকার বিনিময়ে অবৈধ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাসের ঢাকা মেট্রো বিতরণ জোন-১০ ও ১১-এর উপপরিচালক শহিদুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ অবৈধ সংযোগ দিয়েছে, এমন অভিযোগ এলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ