Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেতু জরাজীর্ণ দুই যুগ ঝুঁকি নিয়ে পারাপার

আগৈলঝাড়া প্রতিনিধি

সেতু জরাজীর্ণ দুই যুগ ঝুঁকি নিয়ে পারাপার

আগৈলঝাড়ায় জরাজীর্ণ একটি সেতু সংস্কারের উদ্যোগে নেওয়া হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দারগাও এবং থানেশ্বরকাঠি গ্রামের সোয়েব হাওলাদারের বাড়ি সংলগ্ন খালের ওপর ত্রিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের কয়েক বছর পর থেকেই সেতুর ওপর দুই পাশে সিমেন্টের তৈরি পাটাতন ধসে যায়। দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সংস্কার হয়নি এখন পর্যন্ত। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সেখানে গিয়ে দেখা যায়, সেতুটির দুপাশের সিমেন্টের তৈরি পাটাতন ধসে যাওয়ায় মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়।

মোহনকাঠী স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী ও উপজেলা সদরে চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা। থানেশ্বরকাঠি গ্রামের আউয়াল হাওলাদার জানান, সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথা ব্যথা নেই। মেরামত কবে হবে তা কেউই বলতে পারে না

রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সরদার বলেন, সুন্দরগাও থানেশ্বরকাঠি গ্রামের পাশে অবস্থিত এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ