খাদ্যের সন্ধানে কেশবপুরের কালোমুখো হনুমান এখন পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটার রাজেন্দ্রপুর, আমতলাডাঙ্গা, হোগলাডাঙ্গা, তৈলকুপি, খলিষখালী ও পাটকেলঘাটা ওভার ব্রিজের নিচে ২-৩টি হনুমানকে কখনো ছাদে আবার কখনো গাছের মগ ডালে বিচরণ করতে দেখা যায়।
এ সময় উৎসুক জনতা তাদের পিছু নিলে তারা ছুটতে থাকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কেশবপুরে এ সকল কালোমুখো হনুমানের আবাস্থল। বর্তমানে খাদ্য সংকটের কারণে তারা বিভিন্ন জেলা এবং উপজেলায় বিচরণ করতে শুরু করেছে। এ সময় হনুমানগুলো রাস্তায় নামলে উৎসুক জনতা কলা, রুটি দিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করে।
এ সময় স্থানীয়রা বন্য প্রাণী সংরক্ষণের জন্য উপযুক্ত পরিবেশ এবং খাদ্য সংকট মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।