হবিগঞ্জের বানিয়াচংয়ে চতুর্থ ধাপের নির্বাচনে তিন ইউপির চারজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুজন চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্য প্রার্থী রয়েছেন। গত সোমবার উপজেলার রিটার্নিং কর্মকর্তা ১৪ ইউপির প্রার্থী যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
তাঁরা হলেন, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপির সেলিম মিয়া। ৯ নম্বর পুকড়া ইউপির নান্নু মিয়া, একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়া। মুরাদপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়নপত্র জমা দেন। এ কারণে তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। ৯ নম্বর পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারণে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদের ফারুক মিয়ার জমা দেওয়া চালানের কপিতে সমস্যা থাকার কারণে তাঁর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বছর ১০ মাস ২৩ দিন হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।