Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অপরিকল্পিত খাল খনন, তদারকিতে এলজিইডি

বরিশাল প্রতিনিধি

অপরিকল্পিত খাল খনন, তদারকিতে এলজিইডি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা শহর ঘেঁষে প্রবাহিত খাল অপরিকল্পিতভাবে খননের অভিযোগ তদারকি শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১০ দিন আগে খাল খনন শুরু হলে খাল লাগোয়া কয়েকটি ভবনে ফাটল ও হেলে পড়ার অভিযোগ তুলেছেন ভবনমালিকেরা। অন্যদিকে খাল আরও প্রশস্ত করে খননের দাবি জানিয়ে খনন কাজ বন্ধ করে দিয়েছে পাতারহাট বন্দর বণিক সমিতি ও মাঝি-মাল্লারা।

উদ্ভূত পরিস্থিতিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির হিসেবে উপবিভাগীয় প্রকৌশলী মো. রোকনুজ্জামান গতকাল বুধবার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, ‘কিছুটা সরু করে খাল খনন করা হচ্ছে। খননস্থলের পাশেই দুটি ভবনে ফাটল দেখেছি। ওই ফাটল আগের নাকি খননের কারণে ধরেছে নিশ্চিত হওয়া যায়নি। সার্বিক বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করব।’

এলজিইডির বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন জানান, মেহেন্দিগঞ্জের পাতারহাট খাল খননে সেসব স্থান নিয়ে আপত্তি উঠেছে সেখানকার খনন কাজ আপাতত বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। কয়েকটি ভবন ফাটল ধরা প্রসঙ্গে বলেন, ‘ওই ভবনগুলো খালের জমি দখল করে নির্মিত হয়েছে। খনন শুরুর আগে ৩ দিন মাইকিং করে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কারও মালিকানাধীন জমিতে নির্মিত ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।’ খাল সরু করে কাটা প্রসঙ্গে বলেন, ‘প্রকল্পটির নকশা যেভাবে অনুমোদিত হয়েছে সেভাবেই খনন করা হবে।’

এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিক সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান জমাদ্দার জানান, তার দ্বিতল ভবনে ফাটল ধরায় সেটি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বুধবার থেকে ভবনটি অপসারণ কাজ শুরু করেছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ