গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার শাহবাজপুর কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল কালাম আজাদ (৩৫)। তিনি গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর মহাজনটোলা গ্রামের বাসিন্দা।