রমজান মাস এলেই বলিউড ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায় বাবা সিদ্দিকির ইফতার পার্টির জন্য। ইফতার নিয়ে নানা জনের নানা আয়োজন থাকলেও বাবা সিদ্দিকির ইফতার পার্টি নিয়ে তারকাদের মাঝে রয়েছে বিশেষ আগ্রহ। তারকা, কলাকুশলী, পরিচালক, প্রযোজকদের পুনর্মিলনীতে পরিণত হয় সেই সন্ধ্যা। এবারও ব্যতিক্রম হয়নি।
রোববার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বসেছিল চাঁদের হাট। শাহরুখ-সালমান থেকে শুরু করে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা, শেহনাজ গিল, শিল্পা শেঠি, রাকুল প্রীত সিং, পূজা হেগড়ে, ঊর্মিলা মাতন্ডকরসহ অনেকে। এসেছিলেন সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও। উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনয়শিল্পীরা।
কে এই বাবা সিদ্দিকি
বলিউডের সঙ্গে বাবা সিদ্দিকির কোনো সম্পর্ক নেই। তিনি রাজনীতিবিদ। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনবার। ১৯৯৯, ২০০৪ ও ২০০৯ সালে পরপর ভোটে জিতেছেন কংগ্রেসের টিকিটে। তবে বলিউডের তারকাদের সঙ্গে তাঁর অগাধ ঘনিষ্ঠতা। মনে করা হয়, যখনই কোনো তারকা বিপাকে পড়েছেন, সাহায্য নিয়েছেন বাবা সিদ্দিকির কাছ থেকেই। শুধু শাহরুখ-সালমান নয়, সঞ্জয় দত্তের সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠতা।