Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গোয়াইনঘাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি

গোয়াইনঘাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গোয়াইনঘাট উপজেলায় আলমাছ মিয়া (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাংলাবাজার নদীর ঘাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আলমাছ মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের রহিম মোল্লার ছেলে। তিনি ইঞ্জিনচালিত নৌকা চালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলমাছ মিয়া বাংলাবাজার এলাকায় নদীর ঘাটে বাঁধা তাঁর নৌকা দেখতে যান। এ সময় একই গ্রামের মনু মিয়ার ছেলে এবাদুল (২১) তাঁকে ডাক দেন। আলমাছ মিয়া তাঁর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এবাদুল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে আলমাছকে আঘাত করে পালিয়ে যান।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলমাছের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তবে কী কারণে আলমাছ মিয়াকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারছে না।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসামি গ্রেপ্তার হলেই হত্যার রহস্য উদ্‌ঘাটন হবে।’

আলমাছ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিকেল ৫টা পর্যন্ত থানায় মামলা হয়নি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ