দাউদকান্দিতে ১৩৫ মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
অভিযানে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান নেতৃত্ব দেন।
ইউএনও কামরুল ইসলাম খান জানান, তিনি লক্ষ্মীপুর জেলায় কর্মরত থাকা অবস্থায় অসাধু মাছ ব্যবসায়ীদের জাটকা মাছ বিক্রি সম্পর্কে অবগত হন। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলায় ইউএনও হয়ে আসার পর নিজস্ব সোর্সের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের খোঁজ নিতে সক্ষম হন। এভাবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জাটকার একটি বড় চালান ঢাকা যাবে। সে মোতাবেক দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে ঢাকামুখী একটি পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৩৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ঘটনা আঁচ করতে পেরে পিকআপচালক পালিয়ে যান।
ইউএনও আরও জানান, জব্দ করা মাছ দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে উপজেলার ৩৫টি এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।