আগৈলঝাড়ায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২ দিনে ১১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়াও আউটডোরে প্রতিদিন ১০-১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
গত ২ দিনে উপজেলার কালুপাড়া গ্রামের ওমর আলী শাহের মেয়ে শোভা আক্তার, ডুমুরিয়া গ্রামের সুব্রত বাড়ৈর দশ মাসের মেয়ে অথৈ বাড়ৈ, পূর্ব সুজনকাঠি গ্রামের ইমরান হোসেনের তিন মাসের ছেলে মাহিত, কান্দিরপাড় গ্রামের সবুজ অধিকারীর দুই বছরের মেয়ে সিন্ধা অধিকারী, পূর্ব সুজনকাঠি গামের জুয়েল মোল্লার এক বছরের ছেলে আরিফ মোল্লা, উত্তর শিহিপাশা গ্রামের আব্দুর রহমানের ৩ বছরের ছেলে আব্দুল্লাহসহ ১১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য প্রতি বছর এ সময়টাতে আলাদা প্রস্তুতি থাকে স্বাস্থ্য বিভাগের। তবে চলতি মাসের শুরু থেকে করোনার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।