জেলা প্রশাসনের নানা কর্মসূচির মাধ্যমে মাগুরা মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাগুরা মুক্ত দিবস পালন উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও বেসরকারি সব ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড়, ভায়না মোড়সহ প্রধান সড়কে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় মাগুরা ১ আসনের সাংসদ অ্যাডভোকেট সাউফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সাংসদ অ্যাডভোকেট শ্রী বীরেণ শিকদার, জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম, পুলিশ সুপার (এসপি), আওয়ামী লীগ নেতারা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ ছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।