Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ড

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিটি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পৌরশহরের মাওলানা আব্দুর রব সড়কের আল-আরাফাহ্ ব্যাংকসংলগ্ন জৌনপুরী মাহমুদী বেডিং স্টোর থেকে আগুনের সূত্রপাত। এতে সানিয়া ফ্যাশন ও ভয়েজ কালেকশন নামের দুটি গার্মেন্টসের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ভান্ডারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, আগুনে ২০-৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জৌনপুরি মাহমুদী বেডিং স্টোরের মালিক শাহিন সরদার বলেন, ‘শীত মৌসুম আসায় আমি পর্যাপ্ত পরিমাণে লেপ, তোশক, মশারি, তুলাসহ বিভিন্ন সামগ্রী দোকানে তুলি। কিন্তু বিক্রি শুরুর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

সানিয়া ফ্যাশনের মালিক শাহ আলম আকন বলেন, ‘শীতের পোশাকসহ বিভিন্ন মালামাল আমি ঢাকা থেকে সংগ্রহ করি। কিন্তু সে মালামাল নিজ চোখে দেখতেও পারিনি। লট খোলার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।’ তিনি দাবি করেন তাঁর প্রায় ৭ লাখ টাকার পোশাকসামগ্রী পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাঁদের সহযোগিতার চেষ্টা করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ