বি টাউনে ‘বিউটি উইথ ব্রেইন’ বলা হয় কঙ্গনা রনৌতকে। ‘গ্যাংস্টার’খ্যাত এই বলিউড কুইনের ত্বক কাচের মতোই স্বচ্ছ। কঙ্গনা রনৌত বিশ্বাস করেন, নিজেকে আয়নায় ভালো দেখতে চাইলে ভালো খাবার খেতে হবে। ভালো বলতে পুষ্টিকর খাবারের কথাই তিনি বলেন। পুষ্টিকর খাবার খেলে ত্বক ভেতর থেকেই ভালো থাকে।
সূত্র: পিংকভিলা