বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে চলতি ডিসেম্বর মাসে চট্টগ্রামের থানা, উপজেলা শাখার সম্মেলন শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫টি শাখায় সম্মেলন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের মীরসরাই উপজেলা সিপিবির সম্মেলনে ফরিদুল ইসলাম সভাপতি, পলাশ কিশোর পাল সাধারণ সম্পাদক এবং জানে আলম সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই উপজেলার জোরারগঞ্জ, সাহেরখালী, করেরহাট, মায়ানী শাখার সম্মেলনও হয়েছে।
রাউজান উপজেলা শাখায় আইনজীবী কামাল সাত্তার চৌধুরী সভাপতি এবং অনিরুদ্ধ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সীতাকুণ্ডের বারৈয়াঢালা শাখায় মোস্তফা মেম্বার সম্পাদক ও ভগীরথ দে সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। একই উপজেলার লতিফপুর শাখায় জামাল উদ্দিন সম্পাদক ও আবু তাহের সহসম্পাদক এবং সীতাকুণ্ড সদর শাখায় ইমরান চৌধুরী সম্পাদক ও আলী হোসেন সহসম্পাদক নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম নগরীর হালিশহর শাখার সম্মেলনে ইমতিয়াজ সবুজ সাধারণ সম্পাদক, পাহাড়তলী শাখায় সাদেক চৌধুরী সাধারণ সম্পাদক ও পূর্ণ দাশ সহসাধারণ সম্পাদক হয়েছেন।