কক্সবাজারের রামুতে কাল সোমবার আসার কথা রয়েছে ভারতের অভিনেতা গগণ মালিকের।
এ বিষয়ে ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র ভিক্ষু বলেন, ‘বুদ্ধের অহিংস দর্শন প্রচারে এ সময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিনেতা গগণ মালিক। আমাদের আমন্ত্রণে তিনি রামুতে আসছেন। তঅঁখৈ গণসংবর্ধনা দেওয়া হবে।’
২০১৩ সালে গৌতম বুদ্ধের জীবনী অবলম্বনে নির্মিত সিদ্ধার্থ গৌতম সিনেমায় গৌতম বুদ্ধের মূল চরিত্রে অভিনয় করেছিলেন গগণ মালিক। এ ছাড়া তিনি রামায়ণ সিরিজেও মূল চরিত্রে অভিনয় করেন।
জাতিসংঘ আয়োজিত বিশ্ব বৌদ্ধ সিনেমা উৎসবে তিনি বুদ্ধ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছিলেন। পাশাপাশি নিজ দেশ ভারতেও অনেকে পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।
এদিকে গগণ মালিকের আগমনের খবরে অনেকেই দূর-দুরন্ত থেকে রামুতে ভিড় জমাচ্ছেন। রামুর বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বৌদ্ধ ধর্মীয় নেতারা গগণ মালিককে সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান আয়োজকেরা।