সীমান্তে অভিযান চালিয়ে ২১ মাসে জব্দকৃত ৫ কোটি ৬০ লাখ টাকার বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করে ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবির রংপুরের রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল মো. জাকারিয়া হোসেন। তিনি জানান, গত ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ২৯ বিজিবি।
এর মাধ্যমে ভারতীয় ৫৭ হাজার ৯৭৪ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ১৯৫ কেজি গাঁজা, ৪৬৫ বোতল বিদেশি মদ, ৯ বোতল বিয়ার, ২০ গ্রাম হেরোইন, ৩৩৫ লিটার দেশি মদ, ২৬ হাজার ৬৫৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৫ হাজার ৮৪৩টি বিভিন্ন রকমের নেশা জাতীয় ইনজেকশন, ৬৭৩ প্যাকেট পাতার বিড়ি, ৬৪২ প্যাকেট আতশবাজি এবং ৪ হাজার পিছ ভিটামিন বে ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত বিভিন্ন ধরনের সেই মাদকদ্রব্যই ধ্বংস করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিচার এমপি।
উপস্থিত ছিলেন, দিনাজপুর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান প্রমুখ।
মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ।