আগৈলঝাড়ায় একটি সড়ক দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। উপজেলা এলজিইডি বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের বাইপাস সড়ক থেকে আগৈলঝাড়া সদর মডেল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, উপজেলা সদরে আসা চাকরিজীবী, ব্যবসায়ী ও এলাকাবাসী চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।
সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ খলিফা বলে, স্কুলে যাওয়ার পথে কখনো কখনো দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা।
আল জামিয়াতুল নাফিজিয়া মার্কাস মাদ্রাসার শিক্ষার্থী শফিক মোল্লা বলে, ‘এই সড়ক দিয়ে সাইকেলে চলাচল করতে অনেক কষ্ট হয়।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ ও বাজারে আসা পথচারী ও যানবাহন চালকদের। গতকাল সরেজমিন দেখা গেছে, অনেক অংশে খানা-খন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কেএম আজাদ রহমান, স্বপন দাস, এফএম নাজমুল রিপন, সগির শিকদারসহ আরও অনেকে জানান, সড়কের অসংখ্য স্থানে পাথর ও বিটুমিন উঠে গর্ত তৈরি হয়েছে। এর মধ্যে ঝুঁকি নিয়ে অটোরিকশা ও ভ্যান চলাচল করছে।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সড়কটি সংস্কার করার জন্য সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়া হবে।