Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির চেষ্টা

তারাগঞ্জ প্রতিনিধি

তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির চেষ্টা

তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে-১-এ ডাকাতির চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রের প্রতিরক্ষা এলাকার বেড়া কেটে এই চেষ্টা চালান।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির তারাগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে চিকলী এলাকায় উপকেন্দ্রটি অবস্থিত। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বেড়া কেটে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা লাইনম্যান পুলিশে খবর দেন। পুলিশের একটি টহল দল সেখানে দ্রুত পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যান।

লাইনম্যান আবু তালেব জানান, রাত ৩টার দিকে উপকেন্দ্রের বেড়া কেটে ফেলা হয়। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিয়ে জানালে ডাকাতের দল পালিয়ে যায়।

তারাগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশরাফুল হক বলেন, ‘বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে উপকেন্দ্রগুলো। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা দরকার। শুক্রবার রাতে লাইনম্যান আবু তালেব চিকলী উপকেন্দ্রে দায়িত্বে ছিলেন। ওই সময় ডাকাতের দল হামলা করে। তবে পুলিশকে সঠিক সময়ে খবর দেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আজ (শনিবার) ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘লাইনম্যান আবু তালেব ডাকাতদের উপস্থিত টের পেয়ে টহলরত পুলিশ ভ্যানকে জানালে তাৎক্ষণিকভাবে এএসআই রায়হান উপকেন্দ্রে পৌঁছালে ডাকাতের দল পালিয়ে যায়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ