পঞ্চম ধাপে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ও ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার। এ দুই ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন ও সদস্য পদে মোট ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ভোটগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখতে গত সোমবার দুপুরে উপজেলার সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেন কর্মশালার প্রধান অতিথি জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮ জন প্রিসাইডিং, ৮৪ জন সহকারী প্রিসাইডিং ও ১৬৮ জন দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই ভোটকেন্দ্রে আনসার পুলিশের টহল জোরদার, ব্যালট বাক্স ও আনুষঙ্গিক জিনিসপত্র ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।
পঞ্চম ধাপে নির্বাচন কমিশন ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে আজ বুধবার উপজেলার ৮ নম্বর কেরালকাতা ও ১০ নম্বর কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।