Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২

ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার বাড়িতে এক কর্মী সমাবেশ চলছিল। এ সময় সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা আমার কর্মী সমাবেশ ও বাড়ি ঘরে হামলা চালান। এ সময় হামলাকারীরা আমার পাশের বাড়ির খোরশেদ মেম্বারের ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে দরজা জানালার ক্ষতি সাধন করেন। এতে মেম্বারের ভাতিজার স্ত্রী সামিলা, রাহাত ও স্ত্রী জহুরা খাতুন আহত হয়।’

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা মরিচারচর গ্রামে যাচ্ছিলেন। কর্মী সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের বাড়ির সামনে যেতেই তাঁর কর্মীরা বাধা প্রদান করেন। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নৌকার সমর্থক উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক (৭০), রনি (২৬), রাজিব (২৪), মকবুল হোসেন (৪৫), বকতার (৩৫), রাকিব (২৫), মাহফুল (৩৫), হাবিল (২৬) ও আব্দুল্লাহ (২৮) আহত হন। আহতদের মাঝে রাজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ