মুজিব বর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে সিলেটের বিশ্বনাথে এ বছর যথাযথ মর্যাদা এবং আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় অংশ নেন এসি ল্যান্ড মো. কামরুজ্জামান, থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মুক্তিযোদ্ধা ভাইস কমান্ডার রণজিৎ রণ, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।