রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার পৌর চর সেকান্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার চর সেকান্দর এলাকার কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম রিয়াজ (২৬), একই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে মো. রিয়াজ (৩০) এবং চর সীতা এলাকার বাসিন্দা মো. আজম খানের ছেলে মো. ফিরোজ (৩০)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।