দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল মঙ্গলবার বিকেলে গৌরীপুর-মতলব সড়কের কানাচোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম পিংকি (১৪)। তিনি কানাচোয়া গ্রামের কার্তিক চন্দ্রের মেয়ে। পিংকি অটোরিকশার যাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মতলব এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাউদকান্দি ফায়ার সার্ভিস ও মডেল থানা-পুলিশ। পরে আহতদের উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মডেল থানার উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।