ফারিন খানের শুরুটা হয়েছিল বড় পর্দা দিয়ে। কিন্তু গত কোরবানির ঈদে কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’ নাটকে ৩০ সেকেন্ডের ক্যামিও পাল্টে দিয়েছে অভিনেত্রীর ক্যারিয়ারের গতিপথ। নাটকটি প্রচার হওয়ার পর নতুন করে দৃষ্টি আকর্ষণ করেন এ অভিনেত্রী। কাজ করছেন একের পর এক নাটকে। সম্প্রতি মাবরুর রশীদ বান্নাহর ‘প্রাণ দিতে চাই’ নাটকে প্রশংসিত হয়েছে ফারিনের অভিনয়। এ ছাড়া শেষ করেছেন হাফ ডজনের বেশি নাটক।
ফারিন সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটিতে। আবিদ মল্লিকের পরিচালনায় হরর ওয়েব সিরিজ ‘প্রচলিত’ দিয়ে ওয়েব মাধ্যমে অভিষেক হচ্ছে তাঁর। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। গতকালও ফারিনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি আরেকটি ওয়েব কনটেন্টের শুটিং করছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকার কারণে কাজটি নিয়ে বিস্তারিত জানাননি। তবে কথা বলেছেন প্রচলিত সিরিজটি নিয়ে। ফারিন বলেন, ‘আমাদের দেশের প্রচলিত কিছু গল্প নিয়ে সিরিজটি বানিয়েছেন আবিদ মল্লিক। একটি গল্পে দেখা যাবে আমাকে। শিগগির চরকিতে মুক্তি পাবে। সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’