বছরটা শুরু হয়েছিল সংক্রমণের প্রথম ঢেউয়ের শঙ্কা নিয়ে। শেষটায় থাকছে চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি। করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণে দেশে দেশে দৈনিক সংক্রমণের প্রভাব পড়েছে মোট শনাক্তে। ২০২১ সালের শেষ দিন গতকাল শুক্রবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট বলছে, গত বৃহস্পতিবার বিশ্বে দৈনিক সংক্রমণ হয়েছে ১৮ লাখ ৯১ হাজার ৮৬৩, যা এক দিনে সংক্রমণে নতুন রেকর্ড। আগের দিন বুধবারও রেকর্ড সংক্রমণ হয়। শনাক্ত হয় ১৬ লাখ ৪৪ হাজার ১১৪ জনের দেহে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। হুট করেই সম্প্রতি দেশটিতে দৈনিক শনাক্ত ৫ লাখ ছাড়ায়। এরপর থেকে গত কিছুদিন ধরেই সে ধারা অব্যাহত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮০ হাজার মানুষের দেহে। নতুন বছরের প্রথম সপ্তাহেই পরিস্থিতি আরও নাজুক হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত বৃহস্পতিবার পূর্ব ইউরোপে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে। শনাক্তে রেকর্ড ভাঙার পরদিন আবার রেকর্ড হচ্ছে। যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার। তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, ওমিক্রন রুখতে বিগত কয়েক দিন কার্যকর পদক্ষেপ নিয়েছে দেশটি। রাশিয়ায় গত এক মাসে করোনায় মারা গেছেন ৭১ হাজারের বেশি। দেশটির কয়েকজন বিশেষজ্ঞ জানান, বছরের শুরুটা নতুন ঢেউয়ের সঙ্গে শুরু হবে।