গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপপ্রচার, ষড়যন্ত্র, হুমকি-ধমকির প্রতিবাদে ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী খোকন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী খোকন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রসহ অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
তাঁর কণ্ঠ এডিট করে একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাঁর জনসমর্থন দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, রাতে তাঁর পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছে। জোরপূর্বক ভোটকেন্দ্র দখল, জাল ভোট, নির্বাচনের ফল পরিবর্তন ও ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে জেলা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে শেখ সমির, মো. আলমগীর সিকদার, মো. কালু মিয়া, শেখ পিয়ালসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।