ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ কার্যক্রম বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বরুণা বাজারের মাহাবুর গাজীর চায়ের দোকানের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বরুণা বাজার কমিটির সভাপতি মাহাবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম জানান, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা গত সোমবার দিবাগত রাতে কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে বাঁশ-খুঁটি পুঁতে জায়গা দখল ও ঘর নির্মাণ কার্যক্রম শুরু করে। সকালে জবর দখলের এ কার্যক্রম দেখে সাধারণ ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন।
এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদকে জানালে তাঁর হস্তক্ষেপে এটি বন্ধ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রুদাঘরা তহসিলের অফিস সহায়ক অরিন্দম বল বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি, ইউপি সদস্য ও বাজার কমিটির সভাপতির সহায়তায় নির্মাণাধীন অবৈধ সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।’