Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্মাতা বানসালির গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক

নির্মাতা বানসালির গানের অ্যালবাম

বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মতো সিনেমার নির্মাতা এবার হাজির হচ্ছেন গানের অ্যালবাম নিয়ে। মিউজিক লেবেল সারেগামা ইন্ডিয়ার ব্যানারে অগ্রণী স্ট্রিমিং অ্যাপে ৭ ডিসেম্বর প্রকাশ পাবে ‘সুকুন’ নামের অ্যালবামটি।

অ্যালবামে গান রয়েছে ৯টি। প্রতিটি গানের সুর ও সংগীত করেছেন সঞ্জয় লীলা বানসালি। গানের মিউজিকে তিনি ব্যবহার করেছেন তবলা, বাঁশি, গিটার, সারেঙ্গী, সেতার ও হারমোনিয়াম। গান গেয়েছেন রশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘেল, শৈল হাদা ও মধুবন্তী বাগচী।

করোনাকালে গানগুলো তৈরি করেছেন বলে জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। অ্যালবামটি নিয়ে তিনি বলেন, ‘কোভিডের কঠিন সময়ে চারদিকে যখন উদ্বেগ, তখন গানগুলো তৈরি করে মানসিক প্রশান্তি পেয়েছিলাম। আমি আশা করি, শ্রোতারা গান শোনার সময় একই রকম প্রশান্তি খুঁজে পাবেন।’

সারেগামা ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিক্রম মেহরা বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গান দুর্দান্ত। এর মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি সেরা। সঞ্জয় লীলা বানসালির এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’

নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করলেও সংগীতে নতুন নন বানসালি। ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমাগুলোর মিউজিক করেছেন তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ