Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২৫ বছরেও মেলেনি পরিবারের সন্ধান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

২৫ বছরেও মেলেনি পরিবারের সন্ধান

হারিয়ে যাওয়ার ২৫ বছর পরও পরিবারের খোঁজ মেলেনি এক নারী বাকপ্রতিবন্ধীর। বর্তমানে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে আছেন। জন্মগত বাকপ্রতিবন্ধী হওয়ায় তাঁর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মেহেরপুরে আসার পর তাঁর নাম রাখা হয়েছে ‘সুরাতন’।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ থেকে প্রায় ২৫ বছর আগে দেবীপুর গ্রামে আসেন সুরাতন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। গ্রামে আসার পর থেকেই স্থানীয় ফরিদা খাতুনের বাড়িতে থাকেন তিনি।

ফরিদা খাতুন বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগের ঘটনা। শুনলাম আমাদের পাড়ায় এক পাগলি এসেছেন। ছোট ছোট ছেলেমেয়েরা তাঁকে নিয়ে হইচই করছে। পরে পাগলিকে আমার কাছে রেখে বাচ্চাগুলোকে সরে যেতে বললাম। সেই থেকেই রয়ে অনেক চেষ্টা করেছি ওর পরিবারকে খুঁজে বের করার কিন্তু কোথাও পাইনি। সে কথাও বলতে পারে না কানেও শোনে না। যদি ওর পরিবারকে খুঁজে পাই তাহলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এতে হয়তো আমি কষ্ট পাব কিন্তু সুরাতন অনেক খুশি হবে। ওর মনের ভেতরে কষ্ট কাজ করে সেটা আমি বুঝি।’

সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দীন জানান, অনেক খোঁজ করেও তাঁর পরিবারের কোনো সন্ধান মেলেনি। বাকপ্রতিবন্ধী হওয়ায় নাম বা দেশের বাড়ি কোথায় তাও বলতে পারেন না সুরাতন। যদি কখনো তাঁর পরিবারের সন্ধান পাই তাহলে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ