Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মানুষ হত্যা বড় গুনাহের কাজ

মুফতি খালেদ কাসেমি

মানুষ হত্যা বড় গুনাহের কাজ

সমাজে খুনখারাবি ও হত্যাকাণ্ডকে তুচ্ছ বিষয় মনে করা হয়। অথচ ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ইসলাম।

কোনো নিরপরাধ মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘এ কারণেই আমি বনি ইসরাইলকে বিধান দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল।…’ (সুরা মায়িদা: ৩২)

নবীজির এই হাদিস থেকেও মানুষ হত্যার ভয়াবহতা প্রতীয়মান হয়। তিনি বলেন, ‘কোনো মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অধিক সহজ।’ (তিরমিজি)
পরকালে মানুষ হত্যাকারীর পরিণতি হবে খুবই ভয়াবহ। তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, যেখানে সে সব সময় থাকবে। আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং লানত করবেন। আর আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা: ৯৩)

অন্যত্র মহান আল্লাহ এরশাদ করেন, ‘প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে, তারা শাস্তি ভোগ করবে।’ (সুরা ফুরকান: ৬৮) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ