ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘তরুণের হাট’ সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কেক কেটে অনুষ্ঠানের শুরু করা হয়।
সংগঠনটির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার’। সভায় ধনবাড়ী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনেরাল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, সংগঠনের উপদেষ্টা জাহিদ হাসান সুমন, উপদেষ্টা সোলাইমান আকন্দ, পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার শামীম রহমান, সংগঠনের সভাপতি মো. আল-মামুন খান, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর, শিক্ষা প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।
এ সময় সংগঠনের সদস্যরাসহ স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণের হাট একটি সামাজিক সেবামূলক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। দেশ গড়ার জন্য তাঁদের জীবনের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। দেশ ও সমাজের জন্য আলোকিত মানুষ হতে হবে। সন্ত্রাস ও মাদক থেকে তরুণদের সতর্ক থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ নিতে হবে।