Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধুকে নিয়ে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধুকে নিয়ে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটির নাম ‘মধুমতীপারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’। কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। আগামী ঈদের পর প্রামাণ্যচিত্রটি মুক্তি পাবে।

জানা যায়, তানভীর মোকাম্মেল পরিচালিত ‘মধুমতীপারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’ প্রামাণ্যচিত্রের চূড়ান্ত রাশ প্রিন্ট বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের কমিটি দেখেছে। প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়ার জন্য কমিটি তানভীর মোকাম্মেলকে সবুজ সংকেত দিয়েছে।

এ বিষয়ে তানভীর মোকাম্মেল জানিয়েছেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা শেষে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, পুরান ঢাকার জেলখানা ও কলকাতার বিভিন্ন অঞ্চলে এই প্রামাণ্যচিত্রের শুটিং করা হয়েছে।

তানভীর মোকাম্মেল বলেন, ‘বলতে পারি বঙ্গবন্ধুর ওপর একটা জীবনীচিত্র বা বায়োপিক। আমরা দেশ-বিদেশ থেকে বঙ্গবন্ধুর ওপর ফুটেজ সংগ্রহ করেছি এবং তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছি।’

প্রায় সোয়া দুই ঘণ্টা ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। চিত্র গ্রহণ করেছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ছিলেন ওয়াসিউদ্দিন আহমেদ, আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, কণ্ঠ দিয়েছেন চিত্রলেখা গুহ। প্রামাণ্যচিত্রটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ