নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৭২টি নমুনা পরীক্ষা করে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়াল ২২ হাজার ৩৯১ জনে। নতুন শনাক্তের হার ২২ দশমিক ২ শতাংশ।
গতকাল বুধবার সকালে করোনার তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সবশেষ জেলার তিনটি ল্যাবে ৬৭২টি নমুনা পরীক্ষা করে জেলার সদর উপজেলায় ৫৭, বেগমগঞ্জে ২৫, সুবর্ণচরে ১০, হাতিয়ায় ১, সোনাইমুড়ীতে ৮, সেনবাগে ১৯, কোম্পানীগঞ্জে ২৩ ও কবিরহাটে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন রোগী। জেলায় মোট মারা গেছেন ২২৭ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৮৭ এবং কোভিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী।