Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নকল সোহাগ পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নকল সোহাগ পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগের পরিবর্তে সাজা খাটা হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জালিয়াতির মাধ্যমে একজনের পরিবর্তে আরেকজনের জেল খাটার অভিযোগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ও বিশেষ দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। আদালত রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর কদমতলী থানার ২০১০ সালের একটি হত্যা মামলায় ২০১৭ সালের ১৮ ডিসেম্বর রায় দেন আদালত। রায়ে সোহাগ ওরফে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় সোহাগ পলাতক ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি সোহাগ ওরফে বড় সোহাগ নাম ধারণ করে হোসেন নামের একজন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি সাজা ভোগ করছেন।

বিষয়টি একজন সংবাদকর্মী ট্রাইব্যুনালের দৃষ্টিতে আনলে ট্রাইব্যুনাল বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে জানা যায়, প্রকৃত সোহাগ যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে বাইরে ঘোরাফেরা করছেন এবং বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। এরপর আসল সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ