আড়াইহাজারে বিদ্যুতের আগুনে ঝলসে গেছে জহিরুল ইসলাম (৪০) নামে এক পোশাককর্মীর শরীর। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহিরুল। তিনি ফকির ফ্যাশনে কাজ করেন। চিকিৎসক জানিয়েছেন, জহিরুলের শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে।
জানা গেছে, জহিরুল তাঁর বাসার ছাদে উঠে গাছ থেকে ফল পাড়ছিলেন। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে তাঁর শরীরের স্পর্শ লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠান।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জানান, জহিরুলের শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক জনক।
আড়াইহাজারের পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।