Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাঁচ মাসে সড়কে গেল ৪০ প্রাণ

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ 

পাঁচ মাসে সড়কে গেল ৪০ প্রাণ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার ১০৫ কিলোমিটার মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে অনেকে নিহত হয়েছেন। আবার অনেকে পঙ্গুত্ববরণ করছেন। আহতরা দুর্ঘটনার স্মৃতি সঙ্গে বয়ে বেড়াচ্ছেন।

গত পাঁচ মাসে সিরাজগঞ্জের মহাসড়কে ৪০ জন নারী-পুরুষ নিহত হয়েছেন। ফলে এই সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বেপরোয়া গতিতে যান চলাচল, নিয়ম না মেনে হুটহাট পাশ কাটিয়ে যাওয়া, চালকদের অসাবধানতাসহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা।

এসব সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কায়। এরপর বাস ও কাভার্ড ভ্যান। গত পাঁচ মাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ১১ জন, বাসের ধাক্কায় পাঁচজন, কাভার্ড ভ্যানের সংঘর্ষে চারজন। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও নসিমনের কারণেও নিহত হয়েছেন অনেকে।

সিরাজগঞ্জে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারি মাসে পাঁচজন, মার্চ মাসে পাঁচজন, এপ্রিল মাসে চারজন, মে মাসে ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২০২১ সালে এই মহাসড়কে শতাধিক নারী-পুরুষ নিহত হয়েছেন। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মানবসম্পদ উন্নয়নে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন মোটর শ্রমিকদের ড্রাইভিং প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। উত্তরবঙ্গের ১ হাজার ৩৫ কিলোমিটার মহাসড়কের ৯২৫ কিলোমিটার নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে অবৈধ যানবাহন থ্রি হুইলার, মাদকদ্রব্য এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এ ছাড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট, টহল ডিউটি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগসহ ব্যাপক তৎপরতার কারণে মহাসড়কে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানায় তারা।

সড়ক দুর্ঘটনায় আহত সিরাজগঞ্জের সলঙ্গা থানার রশিদপুর নয়াপাড়া গ্রামের আব্দুস সালাম বলেন, ‘সড়ক দুর্ঘটনা আমাকে পঙ্গু করে দিয়েছে। প্রায় পাঁচ মাস আগে সলঙ্গার পাটধারী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হই। দুর্ঘটনায় আমার একটি পা ক্ষতিগ্রস্ত হয়। সঠিকভাবে চলাফেরা করতে পারি না। লাঠির ওপর ভর করে চলাফেরা করতে হচ্ছে।’

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন দুলু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য মোটর শ্রমিক ইউনিয়ন সহায়তা করে থাকে। দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে তাঁর পরিবারকে ৩০ হাজার টাকা ও পঙ্গুত্ববরণ করলে তাঁর চিকিৎসার জন্য ১৫ হাজার সহায়তা করা হয়।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো, ওভারটেক ও ট্রাফিক আইন ভঙ্গের কারণে দুর্ঘটনার মূল কারণ। মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ কাজ করছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া টহল পুলিশও কাজ করছে। দ্রুতগতিতে যেন যানবাহন চলাচল না করে, এজন্য চালকদের সতর্ক করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘বেপরোয়া যান চলাচলের জন্য দুর্ঘটনা ঘটে। আমরা যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ করছি। মহাসড়কের বিভিন্ন স্থানে মেশিন দিয়ে গতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অতিরিক্ত গতির যানবাহনগুলোকে জরিমানা করা হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ