গাজীপুরের কাপাসিয়ায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়ি থেকে সাড়ে ৭ লাখ টাকা চুরির দায়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার জেলার গজারিয়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। মামলাসূত্রে জানা গেছে, উপজেলার চাঁদ ইউনিয়নের সবুজ মাহমুদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ১৪ সেপ্টেম্বর বিকেলে এক নারী সেজেগুজে সবুজের বাড়িতে আসেন। জানান, সবুজের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরই অনুরোধে গাজীপুরে বেড়াতে এসেছেন এবং তিন মাস দেশে থাকবেন।
ওই নারী দাবি করেন সবুজ তাঁকে জানিয়েছে, বিদেশে যাওয়ার আগে সে বাড়িতে সাড়ে ৭ লাখ টাকা রেখে গেছেন। সেই টাকার সঙ্গে নিজের কিছু টাকা রাখার জন্য সবুজের মায়ের কাছে দেন। সবুজের মা টাকাগুলো আলমারিতে রেখে কেবিনেটের ভেতর চাবি রাখেন। ওই নারী চাবি দিয়ে ড্রয়ার খুলে টাকা নিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যান।
বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ওই নারীকে চলে যেতে দেখা যায়। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, চুরির ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে। এরপর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল। গতকাল গজারিয়াপাড়া থেকে ওই প্রতারক নারীকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ।