Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিপাকে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

বিপাকে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা

নগরীতে পানি বাড়ায় বিপাকে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আশপাশের এলাকায় মেসে ও ফ্ল্যাটে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তারাও।

শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টার এবং হলগুলোতে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এবং কর্মকর্তারা মেসে বা ফ্ল্যাটে থাকেন। নগরীর এই সব এলাকায় পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন তাঁরা। বিভিন্ন ভবনের নিচতলায় পানি প্রবেশ করায় শিক্ষার্থীরা জিনিসপত্র নিয়ে ঝামেলায় পড়েছেন।

সুরমা আবাসিক এলাকায় মেসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত গোস্বামী জয় বলেন, ‘আমাদের মেস এবং আশপাশের এলাকায় পানি প্রবেশ করেছে। কক্ষের জিনিসপত্র নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। মেসের সব জায়গায় পানি ঢুকে যাওয়ায় রান্না করাও সম্ভব হচ্ছে না। তা ছাড়া এলাকায় বিদ্যুৎও নেই।’ তিনি বলেন, ‘আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এ অবস্থায় পড়াশোনা করার জন্য নগরীর মদিনা মার্কেট এলাকায় বন্ধুর মেসে অবস্থান করছি।’

এ ছাড়াও ওই এলাকায় বসবাসরত ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী সাদিক আল মুকসিত বলেন, ‘রাস্তায় কোমরপানি উঠে গেছে। ক্যাম্পাসে পরীক্ষা দিতে যেতেও ওই পানি পার হয়ে ভিজে ভিজে আসতে হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে গেলেও ঝামেলা পোহাতে হচ্ছে।’

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রশিদ বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। বন্যার কারণে তৃতীয় বর্ষের একটি পরীক্ষা পেছানো হয়েছে। এ ছাড়া বন্যার কারণে তিনিও দুর্ভোগে আছেন বলে জানান।

শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে চিন্তায় আছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি। ছাত্রদের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ