মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সূর্য সন্তানদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন টুক্কু, ইউছুব আলী, আনোয়ার হোসেন প্রমুখ। এতে উপজেলার ১৩০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, আমরা নিজের জীবন বাজি রেখে এ দেশে স্বাধীন করেছি। এই দিনে অর্জন হয় লাল-সবুজের পতাকা। লাল-সবুজের এই স্বাধীন পতাকা আমাদের গর্ব। এখন এ দেশকে ভালোবেসে রক্ষা করার দায়িত্ব সবার। আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব।